লিচুর যতগুলো জাত বাংলাদেশে প্রসিদ্ধ তার মধ্যে বোম্বাই নিচু (Bombay Litchi) অন্যতম। এই লিচুর বহিরাবরণ হয় টকটকে লাল। এর মিষ্টি পাস এবং ছোট আকারের বীচি এর জন্য এই লিচু সকলের পদ্মন্দের তালিকায় থাকে শীর্ষে।
সাধারণত মে মাসের শেষের দিক থেকে জুন মাস পুরোটা জুড়ে বাজারে দেখা যায় বোম্বাই লিচুর সমারোহ। বাংলাদেশে চাষকৃত লিচুর মথ্যে এই লিচুর চাহিদা তুলনামূলক বেশি।
অর্ডার করার সময় ১০০ টাকা পেমেন্ট করতে হবে।
০১৭৬১৮৩৫৪০৮ (বিকাশ মার্চেন্ট)